ফুলবাড়ী (কুড়িগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে গনসংযোগ করেছেন ফুলবাড়ী উপজেলা সদর বাজারে।
ফুলবাড়ী উপজেলা সদরের আশ-পাশ, ব্রাকমোড় এবং হ্রালিপ্রাড এলাকায় ও বাজারের বিভিন্ন গলীতে গনসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের সাথে খোলামেলা ভাবে আলাপ চারিতা করেন।
এ সময় গনসংযোগ ও পথ সমাবেশে তার সাথে ছিলেন , উপজেলা আমীর মাও: আ: মালেক , সেক্রেটারি মাও: আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্ধ এবং বিপুল সংখ্যক ভোটার ও কর্মীবাহিনী।
দেবহাটা (সাতক্ষীরা) সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে পারুলিয়া বাজার ও বিকালে হাদিপুর বাজারে এ নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।
আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, দেবহাটা দক্ষিণ শাখার সেক্রেটারি আবু সাঈদ, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. সোহরাব হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার, নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি এনামুল কবির বকুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গাইবান্ধা : বাংলাদেশ জামায়াতে ইসলামি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে মার্চ ফর দাড়িপাল্লা একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার পাঁচটা আসনের সংসদ সদস্য প্রার্থী যথাক্রমে অধ্যাপক মাজেদুর রহমান ,আব্দুল করিম সরকার, মাওলানা নজরুল ইসলাম লেবু, ডাক্তার আব্দুর রহিম সরকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস।