খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনগণের মননে রাষ্ট্র-কাঠামো পুনর্গঠনের এক প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে সংবিধানের মৌলিক সংস্কার, ধ্বসে পড়া নির্বাচনি ব্যবস্থার পুনর্গঠন, সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আইন ও বিধি-বিধানের সংস্কার, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, তার সদ্ব্যবহার করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তা আমরা স্বাগত জানাই। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদীদের বিচার এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত জুলাই সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এ জন্য জুলাই সনদের উপর গণভোট অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি বিকল্প হতে পারে। সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা মনে করি- রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হতে পারে। জুলাই সনদকে সাংবিধানিক কাঠামোর মধ্যে এনে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কালো টাকা, পেশীশক্তির প্রভাবমুক্ত একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হিসেবে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে গতরাতে যৌথ বাহিনী যেভাবে বর্বর নির্যাতন চালিয়ে রক্তাক্ত এবং তার দলীয় কার্যালয় তছনছ করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায়ে আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি নুরুল হক নুরু সহ আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সরকারকে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে:
১. বিগত ১৬ বছরের সকল প্রকার নির্যাতন, গুম, খুনের বিচার করতে হবে।
২. আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৩. জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার ও আরপিও সংশোধন করতে হবে।
৪. প্রশাসনের সকল কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা করতে হবে।
৫. নির্বাচনী আচরণবিধির কঠোর প্রয়োগ নিশ্চিতে নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনকে প্রস্তুত করতে হবে।
৬. অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকার ব্যববহার রোধ, পেশীশক্তির নিয়ন্ত্রণ ও সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
খেলাফত মজলিস নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক আজ শনিবার দুপুর ১২টায় রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা প্রসঙ্গে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
আজ সকাল ০৯টায় রাজশাহী মহানগরের পদ্মার পাড়স্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রে খেলাফত মজলিস রাজশাহী বিভাগ আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল।
প্রেস ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতার জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
জয়পুরহাট জেলা
--------------------
জয়পুরহাট-১: শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ
জয়পুরহাট-২: মাওলানা মোরশেদুল আলম মর্তুজা
বগুড়া জেলা
------------
বগুড়া-৫: মাওলানা রাশেদুল ইসলাম
বগুড়া-৬: মাওলানা শাহাদাৎ হোসেন
নওগাঁ জেলা
------------
নওগাঁ-১: অধ্যাপক মুশফিকুর রহমান শাহ্
নওগাঁ-২: কৃষিবিদ আবদুর রহমান সাবু
নওগাঁ-৩: জনাব মাহমুদুল ইসলাম সোহেল
নওগাঁ-৪: মাওলানা রিয়াজুল হক কাসেমী
নওগাঁ-৫: ডাক্তার আবু সাঈদ
নওগাঁ-৬: ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু
রাজশাহী জেলা
---------------
রাজশাহী-২: হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহীন
রাজশাহী-৩: মাওলানা গোলাম মোস্তফা
রাজশাহী-৪: মাওলানা ফেরদাউসুর রহমান
রাজশাহী-৫: মুফতি আবদুল হামিদ
রাজশাহী-৬: মাওলানা তোফায়েল আহমদ
নাটোর জেলা
-------------
নাটোর-১: ড. মো: আজাবুল হক
নাটোর-২: ডা: এবিএম হাসানুজ্জামান হেলাল
নাটোর-৩: মাস্টার আবদুল হান্নান
নাটোর-৪: ডা: আলভী হাসান ফিদা
সিরাজগঞ্জ জেলা
----------------
সিরাজগঞ্জ-১: মুফতি আবদুর রকিব
সিরাজগঞ্জ-২: মুফতি হেলাল উদ্দিন
সিরাজগঞ্জ-৩: ডা: আবদুল মোমেন
সিরাজগঞ্জ-৪: মাওলানা আমজাদ হোসেন
সিরাজগঞ্জ-৫: মুফতি মনিরুল ইসলাম
পাবনা জেলা
-------------
পাবনা-১: মুফতি শহিদুল ইসলাম
পাবনা-২: মাস্টার রওশন আলী
পাবনা-৫: মাওলানা আরিফুল ইসলাম