মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করা হওয়ায় সত্য ও ন্যায়ের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের (মহেশখালী–কুতুবদিয়া) সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে আমার লিগ্যাল টিমের মাধ্যমে নির্বাচন কমিশনে (ইসি) যে আপিল দায়ের করা হয়েছিল, তা মঞ্জুর হয়েছে। নির্বাচন কমিশনের বিচক্ষণ, ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল সিদ্ধান্তের মাধ্যমে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিক শুকরিয়া আদায় করছি।

এই পুরো প্রক্রিয়ায় একটি দক্ষ, সাহসী ও পেশাদার লিগ্যাল টিম অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছে। তাদের পরিশ্রম, আন্তরিকতা ও পেশাগত সততার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

মনোনয়ন বাতিলের এই সিদ্ধান্তে দেশবাসী, বিশেষ করে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) এলাকার জনগণ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ছিলেন। সেই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করেছেন, পাশে থেকেছেন এবং নৈতিক শক্তি জুগিয়েছেন। আপনাদের এই অভূতপূর্ব ভালোবাসা, সমর্থন ও দোয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

বিশেষভাবে মহেশখালী ও কুতুবদিয়ার সর্বস্তরের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আস্থা, সহমর্মিতা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে আগামীতেও আমি দায়িত্বশীল ও দৃঢ় ভূমিকা পালন করে যেতে সচেষ্ট থাকব।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমীন।”