বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রকৃত অর্থ হলো তাদের শ্রম অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত সেবার মাধ্যমে পাশে থাকা। তিনি বলেন, শ্রমিকরা শুধু সহানুভূতি নয়, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা চায়। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালী থানার ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, “শ্রমিকদের ঘামেই দেশ এগিয়ে চলে। অথচ আজও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের পাশে দাঁড়াতে হলে লোক দেখানো কর্মসূচি নয়- অধিকার, কল্যাণ ও সেবাকে কেন্দ্র করে টেকসই উদ্যোগ নিতে হবে।” বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, দুর্ঘটনা বিমা, সময়মতো বেতন ও নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক সংগঠনগুলোর নৈতিক দায়িত্ব। “আমরা শ্রমিকদের দয়া নয়, অধিকারে বিশ্বাস করি,”- যোগ করেন তিনি।

থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন থানা সহ-সভাপতি শহিদুল হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার কর্মপরিষদ সদস্য এইচ এম এমদাদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, রহমত উল্লাহ, মোস্তাক আহমদ, মুহাম্মদ ইউছুফ, মাঈন উদ্দিন সোহেল, জাহিদুল ইসলাম তুহিন, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, খোরশেদ আলম, মুহাম্মদ ইউনুস , রিয়াজ উদ্দিন প্রমুখ।