DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

দেশে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের অন্তত ৩৬ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম রয়েছেন।

স্টাফ রিপোর্টার
Printed Edition

দেশে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের অন্তত ৩৬ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম রয়েছেন। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে নিষিদ্ধ সমাবেশে অংশ নেওয়া সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে। এদিকে রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সাবেক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মো. আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন জিউন (২১), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য। মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

২০০৯ সালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ হয়। গতকাল শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। ইতোমধ্যে হিযবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা হয়েছে।