বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন দেশ আজ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আগামী নির্বাচন বানচাল করে ভিন্ন পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য স্বৈরাচার ও ভারতের শক্তি কাজ করছে। রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।ইসলামী দলগুলোর ঐক্যকে নষ্ট করতে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আজ দেশের মানুষ পরিবর্তন চায়। বিগত ৫৩ বছর যারাই দেশ পরিচালনা করেছে তারাই জাতিকে হতাশ করেছে। সাধারণ মানুষ আজ সৎ নেতৃত্বের প্রতি আগ্রহ দেখাচ্ছে। জামায়াত সম্পর্কে মানুষের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
শুক্রবার রাত ৮টায় কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার ২য় সাধারণ অধিবেশন ও আমীরে জামায়াতের সুস্থতা কামনায় মহানগর জামায়াত আয়োজিত দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেক্রেটারি মু. মাহবুবর রহমান এর পরিচালনায়
প্রধান অতিথি আরো বলেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দেশ ও জাতির যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিকালে তিনি জাতির অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। আমরা মহান আল্লাহ দরবারে দোয়া করি। মহান আল্লাহ আমীরে জামায়াতকে নেক হায়াত দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভুমিকা রাখার তৌফিক দান করুন আমীন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: মোছলেহ উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি যথাক্রমে মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।