বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন,এবারের নির্বাচন বড় কঠিন নির্বাচন, এবারের নির্বাচন হার্ড প্রতিযোগীতার নির্বাচন। এক্ষেত্রে, সকল পর্যায়ের দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যেতে হবে। সুতরাং, নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য।

গতকাল শুক্রবার সকাল ৭টায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের বেলকুচি অঞ্চলের ভোট কেন্দ্র কমিটির সভাপতি, সেক্রেটারী ও প্রধান পোলিং এজেন্ট পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শ্যামকিশোর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম। প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন; কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও নোমিনী অধ্যক্ষ মোঃ আলী আলম, আসন সদস্য সচীব ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, আসন পরিচালক, বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি পৌরসভা আমীর মাওলানা গোলাম সারোয়ার, জামায়াত নেতা মাওলানা সাইদুল ইসলাম মোতাহার ও ডাঃ সেরাজুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের শক্ত প্রস্তুতি নিতে হবে। দিনের পথে যারা থাকে তারা পরস্পর ভাই-ভাই। এই সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। সংঘর্ষসামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি-বিদেশী সকল ষড়যন্ত্র এই দায়িত্বশীলদেরই মোকাবিলা করতে হবে।

বিশেষ অতিথি জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম বলেন, অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তিনি প্রত্যাশা পূরণে ভোট কেন্দ্র সভাপতি সেক্রেটার ও প্রধান পোলিং এজেন্টসহ উপস্থিত সবাইকে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনমত গঠনের জন্য ময়দানে কাংখিত ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।