DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

রাজধানীতে মহিলা দলের র‌্যালিতে সেলিমা রহমান

মবজাস্টিস রুখতে অন্তর্বর্তী সরকার কেনো চুপচাপ

দেশে মবজাস্টিস রুখতে অন্তর্বর্তীকালীন সরকার কেনো চুপচাপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিমা রহমান। গতকাল শনিবার সকালে নয়াপল্টনে মহিলা দলের র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রশ্ন তুলেন।

স্টাফ রিপোর্টার
Printed Edition
Default Image - DS

দেশে মবজাস্টিস রুখতে অন্তর্বর্তীকালীন সরকার কেনো চুপচাপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিমা রহমান। গতকাল শনিবার সকালে নয়াপল্টনে মহিলা দলের র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ তাদের বুকের রক্ত দিয়ে ছাত্র-জনতা এই যে স্বাধীনতা এসেছে যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে সেইখানে কেনো এখনও নারী ধর্ষণ হচ্ছে? বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে, মবজাস্টিস, ওয়াট ইজ মবজাস্টি? কিসের মবজাস্টিস। আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং কোন মবজাস্টিস, কারা এটা করছে। সরকার কেনো চুপচাপ? সরকার কেনো কথা বলছে না?

সেলিমা বলেন, সরকারকে বলতে চাই, সমাজে যে অস্থিরতা-অস্থিতিশীলতা, সমাজে যে মবজাস্টিস, সমাজে যে নারী ধর্ষণ.. এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলো সেই স্বপ্ন আমাদের পূরণ হবে না।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে র‌্যালিপূর্ব এই সংক্ষিপ্ত সমাবেশ হয়। বেগুনি রঙে শাড়ি পরিহিতা মহিলা দলের শতাধিকর নারী সদস্য এতে অংশ নেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলা দলের র‌্যালি সমাবেশে পুলিশের ঘেরাও পরিস্থিতির কথা উল্লেখ করে সেলিমা রহমান বলেন, নারীরা আজকে মুক্ত, অন্তুত পুলিশ দিয়ে আমরা এখন ঘেরা নই। যেখানে আমার বোনেরা মিছিল করতে পারতো না, কোনো কিছুই করতে পারতো। সেই অবস্থায় থেকে আমরা মুক্ত হয়েছি।

বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এখন দল করেছো আমরা স্বাগত জানাই। আজকাল ছাত্র-জনতা বলে, বৈষম্য বিরোধী বলে যে কেউ দুই জন তিন জন করে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন অফিস-আদালতে গিয়ে বসে থাকছে, তারা ভাগ চাইছে। এখন তোমাদের উচিত তোমরা তাদের সাথে কথা বলে তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসো।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টের বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার, এখন কেনো সমাজের মধ্যে অস্থিরতা থাকবে। এখন একটি কথা বেরিয়েছে আপনারা জানেন, মব কালচার। এই মব কালচার তৈরি হলো কেনো? আজকের অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার।‘ এই মব কালচারে সমাজে কত যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত্তা নাই।

রিজভী বলেন, মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি। সুতরাং সেই নারীকে যদি আমরা খোয়াড়ের মধ্যে আবদ্ধ রাখি, সেই বন্দীশালায় রাখি আজকের উন্নতির যুগে আজকের অগ্রগতির যুগে যখন মানব আত্মার বিকাশের পথ সেখানে এই বন্দী করে রাখার কোনো মানে হয় না।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এই সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশের পর একটি র‌্যালি কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরার মোড় হয়ে আবার নয়া পল্টনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।