গাজীপুর মহানগর সংবাদদাতা : বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের ও আহতদের দেশ ও জাতি আমৃত্যু মনে রাখবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদদীন। তিনি আজ ২৩ মার্চ রোববার গাজীপুর মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে ঈদ পূর্ব মতবিনিময় ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা জামায়াত অফিস মিলনায়তনে আয়োজিত উক্ত জুলাই আগষ্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত মত বিনিময় ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে ১৬ টি শহীদ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর -২ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মুহাম্মদ ফারুক, মহানগর অফিস সেক্রেটারি আবু সিনা মুহাম্মদ নুরুল ইসলাম মামুন, মহানগর কর্ম পরিষদ সদস্য এএইচএম ইরফানুল হক, মহানগর কর্ম পরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মহানগর কর্ম পরিষদ সদস্য ও টঙ্গী মডেল থানার সাবেক আমীর মোঃ নেয়ামত উল্লাহ শাকেরসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই-আগষ্টের শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করে যারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, জাতি তাদেরকে কখনো ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। বক্তারা দেশবাসীকে সজাগ দৃষ্টি ও সতর্ক থাকার আহবান জানান। #