বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের আশা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে। আমাদেরকে সেই আশা পূরণ করার চেষ্টা করতে হবে। প্রার্থীসহ সংশিষ্ট দায়িত্বশীল এবং সকল জনশক্তিদেরকে নির্বাচনের কাজে সার্বক্ষণিক ময়দানে সময় দিতে হবে। তিনি বলেন, আমরা আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর প্রার্থীদেরকে ময়দানে সময় দিতে হবে। জনগনের দোড় গোড়ায় পৌঁছতে হবে। প্রার্থীকে এমনভাবে জনগণের সাথে মিশতে হবে যেন নারী-পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলেই এক নামে চিনতে পারে।

গতকাল শনিবার জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চলের দুইদিনব্যাপি লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন আবদুস সাদেক ভূইয়া, কাজী দীন মোহাম্মদ, ড. রেজাউল করিম প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ২ দিনের লিডারশীপ ট্রেনিংয়ের জ্ঞান কাজে লাগিয়ে মাঠে সময় দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী কর্মী তৈরি করতে হবে। রাতের আধারে আল্লাহর কাছে ধরনা দিয়ে সাহায্য কামনা করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।