গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এম,পি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পেশি শক্তি ও কালো টাকার অবৈধ নির্বাচন ঠেকাতে পি.আর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, নতুন ফ্যাসিবাদের যাতে আর জন্ম না হয়, এই জন্য সংখানুপাতিক সেই পি.আর পদ্ধতির নির্বাচন করতে হবে। তিনি আরো বলেন, আগে ফ্যাসিবাদের বিচার, স্বৈরাচারের শাসনামলে অবৈধভাবে পাচারকৃত অর্থ উদ্ধার এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন করতে হবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকরা রাস্তায় কেন নামবেন? রাজপথে আন্দোলন কেন করবেন? তারা তো শ্রেণিকক্ষে পাঠদানের ব্যস্ত থাকার কথা। শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর না হাওয়ায় সম্মানজনক বেতনের দাবিতে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান করবেন কেন? তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে বিদেশে পাচারকৃত টাকাগুলো উদ্ধার করে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ কাজে লাগাতে হবে।

তিনি রোকনদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা ফ্যাসিস্ট শাসনামলে জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে কাজ অব্যাহত রেখেছিলেন। তেমনিভাবে আগামী নির্বাচনে আপনাদের আরো বেশি জান এবং মাল দিয়ে কাজ করতে হবে। আপনারা ড. মিজানুর রহমানকে বিজয়ী করার জন্য এখন থেকে সাংগঠনিক কাজ বাদ দিয়ে ভোটের কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান শনিবার (৯ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) জামায়াতে ইসলামী রোকন সম্মেলনে (শিক্ষা শিবির) তিনি উক্ত কথা বলেন।

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহীর সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর প্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।