চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের আওতাধীন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে গতকাল মঙ্গলবার গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনের জনগণ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নানাভাবে অবহেলিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার উন্নয়নে কাজ করব।

গণসংযোগ চলাকালে তিনি পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।