বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের সকল জনশক্তিকে নৈতিক শিক্ষা ও জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। কোরআনের আলোকে আমাদের বায়য়াতি জীবন গঠন করতে হবে। দেশ ও জাতি গঠনে নিজেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়া। ছাত্রশিবিরকে হতে হবে দেশের সকল ধর্ম ও শ্রেনী পেশার মানুষের আস্থার প্রতিক। আগামী দিনে জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেয়ার জন্য শিবিরকে গুনগত মান বৃদ্ধি করতে হবে।
শনিবার (২৬ এপ্রিল) দুদিনব্যাপী সাথী শিক্ষা শিবির বড়াইগ্রাম মডেল মসজিদ মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের উদ্দোগে জেলা সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী জাহিদ হাসানের ব্যবস্থাপনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ছাত্রশিবিরই পারে একজন ছাত্রকে সৎ দক্ষ ও সময়োপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে। শিবির মানে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় সকল জায়গায় শ্রেষ্ঠ। সে হবে পিতা মাতার কাছে আদর্শবান সন্তান।
তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির হচ্ছে মেধাবীদের সংগঠন। সকল জায়গায় তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পড়ালেখার কোন বিকল্প নেই। আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষিত ব্যক্তির অভাব নাই, অভাব শুধু নৈতিক মূল্যবোধ ও সৎ ব্যক্তির সমন্বিত মেধার।
মঞ্জু আরো বলেন, কোরআন ও হাদিস অধ্যায়ন করলে মহান আল্লাহর সঠিক পথের দিশারী পাবে। যে যত কোরআন হাদিস পড়বে সে তত ঈমানী দীপ্তে বলিয়ান হবে। সুতরাং আল কোরআনের আলোকেই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে মেনে চলতে হবে।
দুদিনব্যাপী সাথী শিক্ষাশিবিরের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন, শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, ইসলামী ছাত্রশিবিরের চট্রগ্রাম মহানগীর দক্ষিনের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের প্রফেসর ও নাটোর ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী মহানগরী জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারী মোঃ শাহাদত হোসেন, নাটোর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, সাবেক শিবিরের জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হাকিম।
এছাড়াও দুদিনব্যাপী সাথী শিক্ষাশিবিরে জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।