বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, ২৪ এর গন-আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান কোন বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে পারে না। তিনি বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার প্রধানের নিকট জোর দাবি জানিয়ে বলেন, আমরা গত স্বৈরাচারের দুসরদের দৃশ্যমান বিচার দেখতে চাই।
গতকাল জামায়াতে ইসলামী আদাবর থানার উদ্যোগে আয়োজিত রুকনদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও থানা আমীর আল আমিন সবুজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগরী উত্তর এর কর্মপরিষদ সদস্য মোঃ জিয়াউল হাসান ও টিম সদস্য ডাক্তার মোঃ শফিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আরো ইসলামী আন্দোলনের কর্মীদের সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এবং সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণেয় আত্মত্যাগী হওয়ার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি।