টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : গতকাল শনিবার (০৪ অক্টোবর ২০২৫) মুন্সীগঞ্জ-২ আগণের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড ও পাঁচগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে উঠান বৈঠক ও ফজুশাহ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আগণের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।

তিনি বলেন, “আল্লাহ চাইলে যদি জনগণ আমাকে নির্বাচিত করে, তাহলে মুন্সীগঞ্জের দীর্ঘ দিনের সমস্যা নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ইনশাল্লাহ। তাই মুন্সীগঞ্জ-২ আগণে জামায়াতকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।” এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার সহকারী সেক্রেটারি ও পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস ছালাম, আড়িয়ল ইউনিয়ন সভাপতি আফজাল হোসাইন, সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।