চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন করে মনোনয়ন দেয়া হয়েছে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে।
জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তন করে নতুন মুখ হিসেবে ‘আমার দেশ’ পত্রিকার বিশেষ প্রতিবেদক সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনীত করেছে জামায়াতে ইসলামী।
হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন দলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অলিউল্লাহ নোমান ভাইকে আমরা মনোনীত করেছি। আমি তাঁর পক্ষে কাজ করব। সকল নেতাকর্মী ও ভোটারদের কাছে অনুরোধ, তাঁকে ভোট দিয়ে বিজয়ী করুন। এ বিষয়ে সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন,জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি চুনারুঘাট-মাধবপুরে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করব।আমি চাই দেশ ও দশের জন্য কাজ করতে।দেশের সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করতে।আমাকে নির্বাচিত করলে অবহেলিত চা-শ্রমিকদের জন্য কাজ করব।এছাড়া দুর্নীতি,চাদাবাজী,মাদক,চুরি ডাকাতিসহ সকল অপরাধ বন্ধে কাজ করে যাব।তিনি চুনারুঘাট-মাধবপুরের সবাইকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
এদিকে নতুন প্রার্থীকে স্বাগত জানিয়ে চুনারুঘাট -মাধবপুর জামায়াতের অনেক নেতাকর্মী ফেসবুকে পোস্ট করে বলেন-দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। অলিউল্লাহ নোমান একজন সৎ, শিক্ষিত ও নীতিবান মানুষ। এ আসনে তার জয় নিশ্চিত করতে আমরা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রার্থীকে ঘিরে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।