জামায়াত কে গন মানুষের সংগঠনে পরিণত করতে হবে। এ জন্য ইসলামের সৌন্দর্য্য মানুষের সামনে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদেরকে বিজয়ী করতে জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে নিরলস ভাবে কাজ করতে হবে। গতকাল সকালে সোনাগাজী আল হেলাল সোসাইটি মিলনয়াতন সংলগ্ন মাঠে সোনাগাজী উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্দ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মুফতি আবদুল হান্নান উপরোক্ত বক্তব্য রাখেন। জেলা জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক মানিকের পরিচালনায় ও ফেনী-৩ আসনের নির্বাচনী কেন্দ্র পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন চেয়ারম্যানের সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনী-৩ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক, জেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক, অধ্যাপক মোহাম্মদ আবু ইউছুফ, অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারী মাস্টার বদরুদ্দোজা, পৌর আমীর মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারী মোহাম্মদ মোহসিন ভূঁঞা প্রমুখ। জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক বলেন, আগামী নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। এ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। জেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক বলেন, ইসলামী আন্দোলনের পথে অবিচল থেকে শাহাদাতের তামান্না নিয়ে সংগঠনের দায়িত্বশীলদেরকে দ্বীনের পথে দায়িত্ব পালন করতে হবে।
রাজনীতি
সোনাগাজীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
জামায়াত কে গন মানুষের সংগঠনে পরিণত করতে হবে। এ জন্য ইসলামের সৌন্দর্য্য মানুষের সামনে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদেরকে বিজয়ী করতে জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে নিরলস ভাবে কাজ করতে হবে।
