যশোরের শার্শা-১ আসনে বেনাপোল থেকে বর্ণাঢ্য গণমিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ছোট আঁচড়ার মোড় পর্যন্ত এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
তিনি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশ শতভাগ দুর্নীতিমুক্ত হবে এবং চাঁদাবাজি বন্ধ করা হবে। এ সময় তিনি শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, কৃষকদের বিনাসুদে ঋণ এবং শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের অঙ্গীকার করেন।
মিছিলে বেনাপোল পৌর এলাকা থেকে আগত জামায়াত ইসলামের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নানা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা মিছিলে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওঃ হাবিবুর রহমান।
জেলা নায়েবে আমির। যশোর, মাওঃ রেজাউল করিম, জেলা সহকারী সেক্রেটারি যশোর, রেজাউল ইসলাম আমির, বেনাপোল পোর্ট থানা শাখা, ইউসুফ আলী সেক্রেটারি বেনাপোল পোর্ট থানা শাখা। আলহাজ্ব নুরুল হক ,মাওলানা রিয়াসাদ আলী ,মাওলানা মুজিবর রহমান, মাওলানা ইলিয়াস, মাওলানার ইয়াকুব আলীএছাড়া থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
যশোর-১ (শার্শা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামী বাংলাদেশের মুহাম্মাদ আজীজুর রহমান, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. বকতিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।