আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী হয়ে বৈষম্য বিরোধী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ মতিউর রহমান নিজামীর হত্যার বদলা নিতে হবে, একথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পাবনা জেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি সম্প্রতি বেড়া উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
বেড়া পৌর মিলনায়তনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, পাবনা পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: আব্দুল বাসেত খান, পাবনা- ২ ( সুজানগর -বেড়া আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সুজানগর উপজেলা আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা -১ (সাথিয়া বেড়ার আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম নুরুন্নবী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।