বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াত এদেশে ন্যায়-ইনসাফভিত্তিক একটি শান্তির সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা এমন এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকল মানুষের আধিকার নিশ্চিত হবে। দেশে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। আমরা দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা কোন বাধা-প্রতিবন্ধকতায় পিছপা হইনি বরং সবকিছু উপেক্ষা করেই আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হয়েছে। ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, জনগণের ভালোবাসা আমার শক্তি। আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে আধুনিক কমিউিনিটি ক্লিনিক, রাস্তাঘাট সংস্কার, খুলনা-কয়রা রেললাইন চালুসহ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাব। এ জন্য আমি আপনাদেরসহ সকলের সহযোগিতা কামনা করছি। গতকাল বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নে পথসভা ও মেলেকপুরাই কাটি, সাধুকাপাড়া ও পালপাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সাথে খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল ইসলাম, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আখতারুজ্জামান, ইউপি সদস্য মীর আনোয়ার ইলাহি, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ডা. তার্তিক চন্দ্র পাল, অমীয় পাল, সুবল সাধু, বিশ্বজিৎ সাধু, সাধন পাল, অজয় পালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ তাদের সততা দিয়ে ৩ টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করেছেন। এভাবেই জামায়াতে ইসলামী ভবিষ্যতে চাঁদাবাজ, লুটেরাদের প্রতিহত করে রাষ্ট্রের সকল স্তরে সততার সর্বোচ্চ নজীর স্থাপন করতে চায়। এ জন্যই এখন জামায়াত গণমানুষের প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। তিনি বলেন, আমরা ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে একটা সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান। অন্যথায় দেশ ও জাতির মুক্তি মিলবে না।