আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে তেজগাঁওÑফার্মগেটে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে আমাদের প্রথম কাজ। দেশের উন্নয়নে দুর্নীতি বড় বাধাÑ তাই যারা দুর্নীতিকে লাল কার্ড দিতে চান, আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। তিনি আরও বলেন, “দুর্নীতির প্রতি জিরো টলারেন্স দেখিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলা হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেনÑমহানগরী কর্মপরিষদ সদস্য ও তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদী, তেজগাঁও থানা উত্তর আমীর হাফেজ আহসান উল্লাহ, শের-ই-বাংলা থানা দক্ষিণের আমীর এডভোকেট আবু সাঈদ মণ্ডল, তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, হাতিরঝিল থানা পূর্বের আমীর এডভোকেট জিল্লুর রহমান আযমী, সেক্রেটারি রুহুল আমিন ও হাতিরঝিল থানা পশ্চিমের সেক্রেটারি রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।