জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উমামা ফাতেমা ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া একটি পোস্টে এ কথা জানান।

পোস্টে উমামা লেখেন, ‘সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে।

ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।’

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘটিত হলেও তাতে যোগ দেননি উমামা ফাতেমা।

গত মার্চে গণমাধ্যমকে তখন তিনি বলেছিলেন, আমি সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চাই। আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু আমি নিজেই না করে দিয়েছি। শুধু একটি রাজনৈতিক দল গঠন করার জন্য তো আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না।