বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, স্বৈরাচার ও জালেম শাসকের বিরুদ্ধে আশুরা এক ঐতিহাসিক বিপ্লবের দিন। আশুরা আমাদেরকে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদের চেতনা ধারণ করে জীবনের বিনিময়ে হলেও অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আজ রবিবার (৬ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পবিত্র আশুরা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন।
ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান,ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদসহ মহানগরীরর কার্যনির্বাহী সদস্য ড. মোঃ আজগর ইবন হযরত আলী, মোঃ ইউসুফ, জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্বাস উদ্দিনপ্রমুখ।
জনাব শামসুল ইসলাম আরও বলেন, মূলত ইমাম হুসাইন (রা.) স্ব-পরিবারে শাহাদতের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে গেছেন পার্থিব স্বার্থের কাছে কোনো মুমিন মাথা নত করতে পারে না। তাই যদি গর্দানও চলে যায় তবুও ঈমানের মজবুতি নিয়ে আমাদের দৃঢ়ভাবে ময়দানে ভূমিকা রাখতে হবে। তাই আশুরার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীদিনের সকল লড়াইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল নেতাকর্মিদের আপষহীন ভুমিকা পালন করতে হবে।