নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার পক্ষে উপজেলা জামায়াত দক্ষিনের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় জামায়াত কর্মীরা জনগণকে পি আর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন।

গতকাল ৫ অক্টোবর (রবিবার) বিকাল ৩ টায় পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে শুরু হয়ে মেঘনা শিল্পাঞ্চল ইসলামপুর, আদর্শগ্রাম, গঙ্গানগর, নিউ টাউন বাস স্টান এলাকায় গণসংযোগ করেন। এ সময় জামায়াত নেতারা আগামী জাতীয় নির্বাচন জুলাই চার্টার অনুযায়ী অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক প্রণালী (চজ সিস্টেম) চালু করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অতীতের নৃশংসতা ও হত্যাকাণ্ডের দোষীদের বিচার কার্যকর করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাহবুবুর রহমান, সেক্রেটারি আসাদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, সেক্রেটারি শাহআলম ও ৯নং ওয়ার্ডের জামায়ত নেতা আব্দুল বাতেন, আলীআকবর, ওমার ফারুক, ইউসুফ, সফিকুল ইসলাম, নুরুউদ্দিন, আমানউল্লাহ, জয়নাল, বাদল, শরীফ, মনির হোসেন, ইসলাম, শারজাহান প্রমুখ।