ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, বিগত ১৭ বছরে যারা ক্ষমতায় ছিলো তারা জনগনের ভোটে নির্বাচিত ছিলো না। যার কারণে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিলো। এখানে আইনের শাসন ছিলো না। মজলুমের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আমরা জনগনের সমর্থন নিয়ে জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। যেখনে মানুষ তার অধিকার ফিরে পাবে এবং জনপ্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের মুখোমুখি হবেন। সকল জনসাধারণকে সাথে নিয়ে আমরা সমাজ থেকে অপকর্ম গুলোর মূলোৎপাটন করবো।
গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ৬নং সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের উদ্যোগে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধিরা হচ্ছেন জনগনের সেবক। তাদের সমস্ত কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়।
ওয়ার্ড সভাপতি মাও সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমীর আলাউদ্দীন মিষ্টার, সেক্রেটারি মাস্টার খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।