আসহানুল হক জুয়েল নিকলী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-৫ (নিকলী- বাজিতপুর ১৬৬) এই আসনটি ২০০৮ সাল পর্যন্ত ছিল বিএনপির দুর্গ। ২০০৮ সালে নির্বাচনে এই আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে, ১৯৮৬ সালে এই আসনে মুসলিম লীগ বিজয়ী হয়। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এই আসনে নির্বাচন করে বিএনপি’র প্রার্থীর কাছে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়।

এ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল মোমেন মিঠু বাজিতপুরের সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হাজি মাশুক মিয়া ও বিএনপি নেতা মীর জলিলের তৎপরতা দেখা যাচ্ছে। আসনটি থেকে মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২–দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

বিএনপির নেতা-কর্মীরা যেন তাঁকে সহযোগিতা করেন, সে জন্য কেন্দ্রীয় বিএনপি থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিও ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের বাড়ি বাজিতপুরে। তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে দলটি। তিনি নিয়মিত নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।