সোনারগাঁও সংবাদদাতা : আগামী শুক্রবার নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে বিশাল জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।
গতকাল সোমবার ৭ ফেব্রুয়ারির জনসমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁও উত্তর জামায়াতে ইসলামী এক প্রস্তুতি সভা আহ্বান করে। জনসভা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সালাতুল ফজরের পর সর্বশেষ প্রস্তুতিমূলক বৈঠক সম্পন্ন হয়েছে। অদ্যকার এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা উওর শাখার আমীর মোঃ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম হাসান, আরো উপস্থিত ছিলেন- মাওলানা ডাঃ আবু বকর সিদ্দিক রোমান, দেওয়ান মোঃ খোরশেদ আলম, মাওলানা মোঃ এনায়েত হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা সংগঠনের উদ্যোগে ৭ই ফেব্রুয়ারী জুমাবার সকাল ৯টায় ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে ঐতিহাসিক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উক্ত জনসভাকে সার্থক, সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব। সোনারগাঁও থেকে বিপুল পরিমাণ জনশক্তি নিয়ে জনসভায় যোগদান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি আবেগঘন বক্তৃতা দিয়ে নেতা কর্মীদের উৎসাহ, অনুপ্রেরণা প্রদান করেন। সোনারগাঁ উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রস্তুতি সভা শেষ হয়।