২ আগস্ট বণিকবার্তা পত্রিকায় ‘মেজর জেনারেল (অব.) হামিদুল হককে রাষ্ট্র পুনর্গঠনে সহায়তার অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন একজন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে যে ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল রোববার বিবৃতি দিয়েছেন।

গতকাল বিবৃতিতে তিনি বলেন, উক্ত প্রতিবেদনে ‘মেজর জেনারেল (অব.) হামিদুল হকের সঙ্গে জামায়াতের একটি অংশের ঘনিষ্ঠ বা অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল’ মর্মে যে মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রতিবেদনে জামায়াতের একটি অংশের সঙ্গে মেজর জেনারেল (অব.) হামিদুল হকের যোগাযোগ থাকার কথা বলা হলেও, জামায়াতের কোন নেতা বা কারা এর সঙ্গে জড়িত ছিলেন তা প্রতিবেদক উল্লেখ করতে পারেননি। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, এটি একটি বানোয়াট, কাল্পনিক ও ভিত্তিহীন প্রতিবেদন। উক্ত ব্যক্তির সঙ্গে জামায়াতে ইসলামীর কারো কোনো প্রকার যোগাযোগ বা সংশ্লিষ্টতা ছিল না।

আমরা মনে করি, অহেতুক জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন একটি ঘৃণ্য ও অপেশাদার আচরণ।

জামায়াতে ইসলামী সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত তথ্য পরিবেশন থেকে বিরত থাকার জন্য আমরা বণিকবার্তা পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।