শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার দক্ষিণ : দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর বড় ধরনের কর্মী সম্মেলন। এ উপলক্ষ্যে তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বশেষ প্রস্তুতি সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।

গত বুধবার বিকাল ৫টায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিক লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। মিডিয়া বিভাগের সমন্বয়ক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, জামায়াত নেতা এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

এতে সম্মেলন কেন্দ্রিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা উল্লেখ করে আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিতব্য কক্সবাজার সরকারি কলেজ মাঠে কক্সবাজার জেলা জামায়াতের আয়োজনে বিশাল কর্মী সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। তাছাড়া এ সম্মেলনে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিশাল এ কর্মী সম্মেলনের সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতিথিদের বক্তব্যের আগে সকাল আটটায় কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জাতীয় মানের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।