সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-শ্রীউলা ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করা হবে, জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে, সমস্ত খাল উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে, সুপেয় পানির ব্যবস্থা করা হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৬ ডিসেম্বর বিকাল ৩টায় শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশ, শ্রীউলা মল্লাবাড়ি মসজিদ ও নাকতাড়া কালীবাড়ি বাজারে পৃথক দুটি পথসভা এবং নাকতলা কালীবাড়ি বাজারে অমুসলিমদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস রবিউল বাশার সনাতন ধর্মের লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন-জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সবকিছু বন্টন করা হবে। সকল ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করবে।

ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুর ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মিনী মোছাঃ জয়নাব তাহেরা, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজ, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী শরিফা মনির, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল ভোটারদের প্রতি আহ্বান জানান।

মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩ (মুন্সীগঞ্জ সদর- গজারিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রর্থী প্রফেসর মো: আবু ইউসুফ তার নির্বাচনী এলাকায় মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী বাজার এলাকায় ব্যপক জনসংযোগ করেন। ৯ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় এই জনসংযোগ অনুষ্ঠিত হয়। জামায়াত প্রার্থী আবু ইউসুফ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিদ সদস্য মাওলানা মোহাম্মদ মোকছিদুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো আব্দুল মবিন, ২ নং ওয়ার্ডের সভাপতি মো: মহসিন মুন্সি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি মো: আলোমগীর হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী জনসংযোগে অংশগ্রহণ করে। জামায়াত প্রার্থী আবু ইউসুফ বলেন। জামায়াত সরকার গঠন করতে পারলে কোনধরণের সন্ত্রাসী এবং চাঁদাবাজের স্থান মুন্সিগঞ্জ ৩ আসনে থাকবে না তিনি বলেন আমরা কোনধরনের চাঁদাবাজি করবো না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না।

শ্রীপুর (গাজীপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, “জাতির সমৃদ্ধি, ন্যায়ভিত্তিক সমাজ ও গণমানুষের কল্যাণকে সামনে রেখে রাজনীতি করতে চাই।”

গত ১০ ডিসেম্বর বিকেলে গাজীপুর সদরের পুষ্পদাম রিসোর্টে গাজীপুর সদর ও শ্রীপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ঘাটতি, সম্ভাবনা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে ডা. জাহাঙ্গীর আলম তথ্য-প্রমাণ ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে প্রতিটি প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, “গাজীপুর-৩ হচ্ছে শিল্পসমৃদ্ধ এবং শ্রমিকনির্ভর এলাকা। এখানে ন্যায্য মজুরী, শ্রমিক কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

নারী শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, নারী শ্রমিকদের বেতনে কোনো বৈষম্য থাকবে না। “পুরুষ শ্রমিকরা যদি ২০ হাজার টাকা বেতন পায়, নারীরাও পাবে একই বেতন। কলকারখানায় নারীরা নিরাপদ ও সম্মানের পরিবেশে কাজ করবে,” উল্লেখ করেন তিনি।

এ ছাড়া প্রতিটি হাটবাজারে নারীদের জন্য আলাদা নামাজের স্থান তৈরির প্রতিশ্রুতিও দেন জামায়াতের এই প্রার্থী।

সভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মুহাম্মদ আব্দুল হাকিম, সিনিয়র নায়েবে আমীর, গাজীপুর জেলা; অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি, গাজীপুর জেলা; মাওলানা মো: নূরুল ইসলাম, আমীর, শ্রীপুর উপজেলা; অধ্যাপক আব্দুল বারী, নায়েবে আমীর, গাজীপুর সদর উপজেলা; মাহতাব উদ্দিন আহমদ, আমেরিকান প্রবাসী ও ‘মুনার’ প্রতিনিধি; ড. জসীম উদ্দিন, সেক্রেটারি, শ্রীপুর উপজেলা; আবুল কালাম আজাদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি, শ্রীপুর উপজেলা; মাওলানা মোঃ আবুল হোসাইন, সেক্রেটারি, শ্রীপুর পৌরসভা; ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান, আমীর, ভাওয়ালগড় ইউনিয়ন। সভায় সাংবাদিকদের উদ্দেশে ডা. জাহাঙ্গীর আলম বলেন, “গণমাধ্যম সত্য ও ন্যায়ের শক্তি। নির্বাচনের সময় দায়িত্বশীল সাংবাদিকতা একটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সাতক্ষীরা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী সভা হয়েছে। গত বুধবার বিকেলে সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ আলআমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহসহ আসন ভিত্তিক থানা আমীর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন। সভায় নির্বাচনি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গোমস্তাপুর

জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে এ মিছিলটি বের হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে রহনপুর রেল স্টেশন চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসের সেরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিশধ সদস্য ও রহনপুর পুনভবা মহানন্দা আইডিয়াল কলেজে সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু সহ জামাত-শিবিরের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান,

শিবিরের সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল ও শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব সভাপতি সালাউদ্দিন সোহাগ। সভাপতিত্ব করেন রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু।

ঝিনাইদহ

ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আলী আজম মো. আবু বকর বুধবার সন্ধ্যায় ঝিনাইদহে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আলী আজম মো: আবু বকর বলেন,জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার শক্তি। যদি আপনারা আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ ঝিনাইদহকে একটি শিক্ষিত, সুশৃঙ্খল ও উন্নত সংসদীয় এলাকায় পরিণত করব। মানুষের অধিকার ও ন্যায়ের পথে কাজ করাই হবে আমার অঙ্গীকার।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, শহর নায়েবে আমীর হাফিজুর রহমান হাসানসহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মুন্সীগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো: আবু ইউসুফ তার নির্বাচনী এলাকায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মাহাকালী ইউনিয়ন জনসংযোগ করেছেন। বুধবার বিকাল ৩ টায় মাহাকালী ইউনিয়নের লোহার পোল এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়ে বাগেস্বর বাজার ইউনিয়ন পরিষদ ঢালী বাড়ির মোড় সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার গণসংযোগ করা হয়। জমায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মোঃ আবু ইউসুফ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ মোকছিদুর রহমান, সদর উপজেলার আমীর মো নুরুল আমিন সিকদার, মাহাকালী ইউনিয়ন সভাপতি মো সিয়াম হোসেন অনিক মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি মো: মহসিন মুন্সি, বাংলা বাজার ইউনিয়ন সভাপতি মো আব্দুর রাজ্জাক, পলাশ সালাউদ্দিন সুজন জনসংযোগ কালে প্রফেসর মো আবু ইউসুফ বলেন জামায়াতে সরকার গঠন করতে পারলে কোন ধরনের চাদাবাজী সন্ত্রাসী কার্যক্রম থাকবে না জামায়াতের লোক কোন ধরনের সন্ত্রাসী চাদাবাজী করবে না এবং কাউকে সন্ত্রাসী চাদাবাজী করতে দেয়া হবে না।

চাঁপাইনবাবগঞ্জ

জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে এ মিছিলটি বের হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে রহনপুর রেল স্টেশন চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসের সেরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিশাল সদস্য ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলুসহ উপজেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল ও শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ। সভাপতিত্ব করেন রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু।

দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন নির্বাচনী গণমিছিল শেষে গণসমাবেশ বলেছেন, মহান আল্লাহ তায়ালা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেশ শাসনের দায়িত্ব পালনের সুযোগ দেন তবে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধ করে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা রক্ষায় কাজ করে যা”েছ। আমরা আল্লাহর ওপর ভরসা করে এ প্রয়াস অব্যাহত রেখেছি।

সমাবেশে মাওলানা বেলাল উদ্দীন ঘোষণা দিয়ে বলেন, দৌলতপুরসহ সারা দেশে কঠোর হাতে দুর্নীতি দমন, চাঁদাবাজি বন্ধ এবং সকল অপরাধ নির্মূল করে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা সর্বো”চ চেষ্টা চালিয়ে যাব।

শিক্ষার মানোন্নয়ন এবং দৌলতপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দীর্ঘদিনের ত্রাসের পরিবেশ দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দৌলতপুরকে একটি সুখী ও সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। গতকাল বুধবার বিকেলে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন এসব কথা বলেন। শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর শাখার আয়োজনে নির্বাচনী গণমিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা পরিষদ মডেল মসজিদ চত্বরে গিয়ে গণসমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

গণমিছিল ও সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়। এতে নেতৃত্ব দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন। উপ¯ি’ত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ দৌলতপুর জামায়াতের নেতা কর্মীরা।

তাড়াশ

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দোইল বাজারের মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের প্রার্থী শায়খ ড. প্রফেসর মাওলানা আঃ সামাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তাড়াশ উপজেলা ইপজেলা জামায়াতের আমীর খম সাকলায়েন সেক্রেটারী মাওলানা মোঃ শাহজাহান আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য কাওছার হাবিব মাওলানা মোখকার হুসাইন, তাসলিম উদ্দিন খান, অধ্যক্ষ বেলাল হোসেন, প্রমুখ। পরে জামায়াতের প্রার্থীসহ নেতাকর্মীরা দাঁড়িপাল্লার সমর্থনে স্থানীয় হাট-বাজারে গণসংযোগ করেন।