বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারো ব্যবসা দখল করে, চাঁদাবাজি করে, আইন হাতে তুলে নিয়ে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন।’

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৫ বছর ধরে ফ্যাসিস্ট শক্তি বিচার ব্যবস্থা, নির্বাচন, প্রশাসনিক, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছিল। ছাত্রদের জীবনদান এবং ১৫ বছরের ত্যাগ শিকার হয়েছে শুধু গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য।’

বিএনপির মহাসচিব মির্জা বলেন, ‘দেশের ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা ধ্বংস করেছিল আওয়ামী লীগ।’