ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, ‘একটি মানবিক রাষ্ট্র উপহার দিতে আদর্শ শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’
আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আদাবরে শিক্ষকদের ‘পেশাগত দক্ষতা অর্জনে করনীয় শীর্ষক আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোবারক হোসাইন বলেন - আল্লাহ তায়ালা কুরআনে জ্ঞানের মর্যাদা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সা: বলেছেন— “শিক্ষকরা নবীদের উত্তরসূরি।” তাই একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদান করেন না, বরং নৈতিকতা, মানবতা ও আল্লাহভীতি জাগিয়ে তোলেন শিক্ষার্থীর অন্তরে।
তিনি আরও বলেন, যদি শিক্ষক সমাজ আদর্শিক মূল্যবোধে বলীয়ান হয়, তাহলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ইনশাআল্লাহ। সমাবেশে উপস্থিত শিক্ষকবৃন্দ এই আহ্বানে সাড়া দিয়ে মানবিক সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার নবায়ন করেন।
প্রধান অতিথি মোঃ মোবারক হোসেন বলেন, “আপনারাই একটি সভ্য জাতি গঠনের কারিগর। ইসলাম যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গুরুত্ব দেয়, তার মূল বাহক হচ্ছেন শিক্ষকগণ। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, “যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন।” তাই একজন শিক্ষক শুধু পাঠদান নয়, নৈতিকতা ও ঈমানদার নাগরিক গঠনের দায়িত্বও বহন করেন। সঠিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ—এমনটাই মন্তব্য করেন তিনি।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. এম উমর আলী।
প্রধান আলোচক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সা: এর পরিপূর্ণ আদর্শ শিক্ষাকে কাজে লাগিয়ে এই সমাজকে গড়তে হবে । আপনারাই জাতির নৈতিক মেরুদন্ড তৈরির কারিগর। এই সমাজকে একটি মানবিক সমাজে পরিণত করতে হলে আপনাদেরকে সঠিক শিক্ষার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে হবে।
ইউ. এইচ. ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ ইব্রাহিম হোসেনের এর সভাপতিত্বে ও নূর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মোঃ শফিউর রহমান এবং প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলামিন সবুজ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ।