আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই উপজেলার জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের সমর্থনে কেন্দ্র পরিচালকদের এক সমাবেশ অধ্যক্ষ নুর নবীর সভাপতিত্বে মিঠাছরা বাজারের শাশা ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোঃ মাওলানা শাহ জাহান। তিনি বলেন, আগামীতে মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মীরসরাইবাসী জামায়াতের দিকে তাকিয়ে আছেন। একমাত্র এডভোকেট সাইফুর রহমান কে দিয়েই তা সম্ভব। মানবিক বাংলাদেশ গড়ার পাশা পাশি আলোকিত মীরসরাই গড়ার লক্ষ্যে আগামীতে দাঁড়ির পাল্লা মার্কার জয়যুক্ত করতে হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন শহীদের রক্তে ভেজা এই ময়দান ইসলামের বিজয় অবধারিত। এডভোকেট সাইফুর রহমান বলেন আমাকে যদি মীরসরাইবাসী দায়িত্ব পালনে যোগ্য মনে করেন আমি শাসক হবো না ইনশাআল্লাহ খাদেম হবো। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, অধ্যাপক ফজলুল করিম। ইউসুফ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মোঃ নুরুল হুদা হামিদী, নুরুল করিম, সাকিব প্রমুখ।
রাজনীতি
আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে ----------মাওলানা মোঃ শাহজাহান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই উপজেলার জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের সমর্থনে কেন্দ্র পরিচালকদের এক সমাবেশ অধ্যক্ষ নুর নবীর সভাপতিত্বে মিঠাছরা বাজারের শাশা ক্লাবে অনুষ্ঠিত হয়।
Printed Edition
