বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ঢাকা-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আসন কমিটির পরিচালক মহানগরীর অফিস সম্পাদক কামরুল আহসান হাসানসহ ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল থানা আমীর-সেক্রেটারি ও ইসলামি ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর ড. আব্দুল মান্নান বলেন, "পুরান ঢাকাবাসী দীর্ঘকাল ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ঢাকা-৬ কে একটি ইনসাফ কায়েমকারী মডেল এলাকায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ এবার ঢাকা-৬ আসনের মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।"

তিনি আরও বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যখাতের আধুনিকায়নে তার দল সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনই হবে তার মূল অগ্রাধিকার।