চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ডা. এ কে এম ফজলুল হক সমাজসেবায় দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা পালন করে আসছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো, দরিদ্রদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ তার কাজের মূল ভিত্তি। এলাকার উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে তাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা সময়ের দাবি।
রোববার রাতে এক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক এর সমর্থনে কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন
খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে এদেশের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে। এদেশে সত্যিকারার্থে সোনার বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিগত সময়ে যারা এদেশে ক্ষমতায় ছিলেন তারা জনগণের কাছে প্রতারণা করেছেন। এদেশে লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়ে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন, চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মাণ, আদর্শ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য ইসলামের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়ন ও শান্তির জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্রী শ্রী নামকুঞ্জ মন্দির, কপিলমুনি বাজার, খেলোয়াড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
মুন্সীগঞ্জ : সম্প্রতি মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বই একটি এলাকার প্রকৃত উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। যদি মুন্সিগঞ্জে-২ আসনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে দুর্নীতি কমে যাবে এবং সেবা নিশ্চিত হবে। জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারে পাবে অগ্রাধিকার, ফলে জীবনমান দ্রুত উন্নত হবে। অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান—সব ক্ষেত্রে আসবে দৃশ্যমান পরিবর্তন।
রাজারহাট (কুড়িগ্রাম): ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম -২ আসনের এম পি প্রার্থী কুড়িগ্রাম জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী রাজারহাট উপজেলার উমর মজিদ,নাজিমখান চাকির পশা, ছিনাই,ঘড়িয়ালডাঙ্গা, সহ বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা কর্মীদের সাথে নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় দোয়া ও ভোট প্রার্থনা করছেন। ইনছাফ কায়েম সহ জনগনের নানা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি প্রদান করে ঘুষ দুর্নীতি অন্যায় ও অত্যাচার প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। গন সংযোগ চলা কালে জনগনের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকা ভিত্তিক গণ সংযোগের সময় জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন ও জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী, মাওলানা খলিলুর রহমান, নজরুল ইসলাম, দৌলত হোসেন, মোশারফ হোসেন, সহ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গনসংযোগ করছেন। এতে জন সাধারনের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে গন সংযোগের নেতৃত্বকারী কারীরা জানিয়েছেন।
শ্রীপুর (মাগুরা) : মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন বলেছেন- আমরা যদি ক্ষমতায় যেতে পারি, শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ!
মাগুরা ঐতিহ্যবাহী নতুন বাজারে অনুষ্ঠিত শহর জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ উপলক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন।
শহর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
বড়লেখা : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, ৫৪ বছর এই এলাকার অনেক মন্ত্রী এমপি হয়েছেন কিন্তু সত্যিকার অর্থে চা শ্রমিকদের মজুরি নিয়ে কোন কথা বলেন নাই। আজকে খাসিয়া পুঞ্জির শ্রমিক ভাইদের নাগরিকদের সন্তানদের পড়ালেখা করার জন্য কোন উপযুক্ত ব্যবস্থা করেন নাই এভাবে তারা বৈষম্য করেছেন। এই বৈষম্যের বিরুদ্ধে জামায়াতে ইসলামি লড়বে।
তিনি গত বুধবার শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
তিনি আরও বলেন, আমি চাই আপনাদের সকলকে নিয়ে আগামী দিনে এই বড়লেখা-জুড়ীকে সাজাতে যাতে করে আমরা সুন্দরভাবে এই জনপদে বসবাস করতে পারি। বাংলাদেশ আজকে একটি ফ্যাসিবাদের সাথে যুদ্ধ করে আমাদের ছাত্র তরুনেরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করছে। জুলাই যুদ্ধাদের স্বাধীনতার আজকে বিজয়ের পরে সারা দেশে পরিবর্তনের স্লোগান তুলেছে আর সেই স্লোগান হচ্ছে “দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই”।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম ও অর্থ সম্পাদক রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির ও মৌলভীবাজার-১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে নায়েবে আমির ফয়সাল আহমদ, সিলেট ইউনিভার্সেল কলেজের প্রিন্সিপাল সাবেক শিবিরের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মাহমুদ তাপাদার, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।