লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে “সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে” বলে প্রধান উপদেষ্টা যে অভিমত ব্যক্ত করেছেন আমরা তা স্বাগত জানাই। এক্ষেত্রে ফেব্রুয়ারির মধ্যে মৌলিক সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হওয়া প্রয়োজন বলেও যে অভিমত তিনি ব্যক্ত করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর হবে।

উল্লেখ্য, খেলাফত মজলিস গত ৬ জুন প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে তাৎক্ষণিক স্বাগত জানিয়ে বলেছিল, আবহাওয়া ও পারিপার্শ্বিক কারণে নির্বাচন রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথমার্ধে হলে ভালো হতো। এর পূর্বে অবশ্যই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা ও মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।