বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটা হওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসে তিনি ভোটার হওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেন।
এদিন দুপুর সাড়ে ১২টায় তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হন।
নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে তারেক রহমান ছবি তোলা, আঙুলের ছাপ ও স্বাক্ষর করাসহ ধাপে ধাপে সকল কার্যক্রম সম্পন্ন করেন। দুপুর সোয়া ১টায় ইসি থেকে বেড়িয়ে যান তিনি।
এর আগে, ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরন করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। জানা গেছে, ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।