স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। শনিবার (১২ অক্টোবর) সকালে তিনি শহীদ শাকিল পারভেজের টঙ্গীস্থ বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শহীদের বাবা আবেগাপ্লুত হয়ে পুত্রের স্মৃতিচারণ করেন এবং ড. হাফিজুর রহমানের প্রার্থী হওয়ার খবর শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি ড. হাফিজুর রহমানের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
ড. হাফিজুর রহমান বলেন, “আমরা শহীদদের স্বপ্ন ব্যর্থ হতে দেব না। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে বিদেশের আয়েশী জীবন ত্যাগ করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতায় নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও বসবাসযোগ্য টঙ্গী-গাছা জনপদ গড়তে চাই ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “শহীদ শাকিল পারভেজসহ যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে আমাদের সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা বিএনএস সেন্টারে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় শহীদ শাকিল পারভেজের নেতৃত্বে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে। দুপুরের পরপরই পুলিশের গুলিতে তিনি শহীদ হন।
শহীদের বাবা বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই আমার সন্তানের ত্যাগের যথাযথ প্রতিদান পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম, মহানগরী শিবিরের সেক্রেটারি জাকির হোসেন, এইচআরডি সম্পাদক হাবিবুর রহমান সুজন এবং গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের পরিচালক ফাহাদ আল সাবিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।