চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, প্রত্যেককে একেকটি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। বেশি বেশি করে কোরআন ও হাদিস জানার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী চললে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে এবং আখেরাতেও মুক্তি মিলবে। এমন কোনো কথা না বলা, যা আল্লাহকে অসন্তুষ্ট করে। সম্প্রতি দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে বিআইএ মিলনায়তনে কোতোয়ালী থানা জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সাহাবীদের জীবনের আদর্শ অনুসরণ করে নিজেদের গঠন করতে হবে। অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে এবং সর্বস্তরের জনসাধারণের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আর ইসলামের আলোকে নিজেদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে গঠন করলেই প্রকৃত শান্তি ও সফলতা অর্জিত হবে।

নগরীর কোতোয়ালী থানার জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। সম্মেলনে আরও বক্তব্য রাখেন কোতোয়ালী থানার নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদৌস, এইচ এম এমদাদ উল্লাহ, নাজিম উদ্দীন ও এডভোকেট এহতেশামুল হক, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আমীর সাইয়্যেদ মুহাম্মদ আলী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আমীর আজগর হাসান, ২১ নম্বর জামালখান ওয়ার্ড আমীর একরামুল হক, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গণি, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড আমীর ডা. মোহাম্মদ ইলিয়াস, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড আমীর নুরুল আমিন প্রমুখ।

মেরিন সিটি ও সাউদার্ন মেডিকেলে দাওয়াতী গণসংযোগ : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে দাওয়াতী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী। মঙ্গলবার সকালে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরী সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, ডা. ইরফান প্রমুখ।