বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির অনিবার্য নেতৃত্বের নাম। আগামীতে দেশের সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের সংকট পূরণ করবে ছাত্রশিবির। জাতির যেকোনো সংকটে ছাত্রশিবির ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিগত জুলাই আন্দোলন তার প্রকৃষ্ট প্রমাণ। তিনি আরও বলেন, প্রায় দেড় সহস্রাধিক ছাত্রজনতার জীবন, অসংখ্য আহত ও পঙ্গুত্বের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করব না।”

গতকাল ১৫ জুলাই (মঙ্গলবার) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২য় সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই শহীদ শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (IIFSO)-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ