বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর তালিকায় এবার কোনো শোবিজ তারকা স্থান পায়নি। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা কিছু সংগীতশিল্পী ও অভিনেতার নাম মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা গেলেও চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি।

এগুলোর মধ্যে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল উল্লেখযোগ্য।

এছাড়া বিভিন্ন সময়ে সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান ও শিবা সানুর নামও নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাব্যতায় আলোচিত হয়েছিল। তবে মনোনয়ন তালিকায় কারো নামই নেই।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের পর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে তালিকার তথ্য জানান।