উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই। ৫ ই আগস্টের পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মনে করেছে। যার কারণে তাঁরা চাঁদাবাজি, টেন্ডার বাজি, বাসস্ট্যান্ড, বালুমহল দখল করেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এমনকি পাথর লুটপাট করে সিলেটের প্রকৃতিক সৌন্দর্য নষ্ট করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচন আর গণভোট একসাথে চলতে পারে না। গণভোট না করার জন্য তালবাহানা শুরু করেছে। জাতীয় নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদের অনেকেই একটা দলের পক্ষে সাফাই গাইছেন। দলের প্রতিনিধিত্ব করতে চাইলে উপদেষ্টা পরিষদের পদ ছেড়ে দলের কাতারে এসে কথা বলুন।

গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু’র মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচিত করবে। জামায়াতে ইসলামীর পক্ষে গণ-জোয়ার তৈরি হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রায়গঞ্জ - তারাশ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মো: আব্দুল আজিজ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের সাবেক আমীর হোসাইন আলী, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো. রাকিবুল হাসান প্রমুখ।