সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর (তালেরদীঘি) গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা কৃষক আলহাজ্ব আব্দুর রহমান ভোলা হাজীর ২৫ শতাংশ জমির বেগুনের ফসল নষ্ট করেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী আব্দুর রহমান ভোলা হাজী প্রয়াত আব্দুল গফুর মিয়ার ছেলে এবং এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগের বাবা।
কৃষক আব্দুর রহমান বলেন, “আমার কারো সঙ্গে কোনো পারিবারিক বা গ্রামের বিরোধ নেই। সারা জীবন কৃষিকাজ করেই জীবন-জীবিকা নির্বাহ করছি। প্রায় ৫০ দিন আগে ২৫ শতাংশ জমিতে উন্নত জাতের ৪ হাজার ৩শ’ বেগুনের চারা রোপণ করি। কোনো কোনো গাছে ইতিমধ্যেই ফুল-ফল এসেছিল। কিন্তু হঠাৎ করেই রাতের আঁধারে কে বা কারা সব ফসল নষ্ট করে দিল। এ ক্ষতি আমার পক্ষে কাটিয়ে ওঠা কঠিন হবে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চাই।”
এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক নাজমুল হাসান সোহাগ অভিযোগ করে বলেন, “আমাদের পরিবারের কারো সাথেই কোনো শত্রুতা নেই। তবে রাজনৈতিক কারণে আমাকে দমিয়ে রাখতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি। আমি যখন থেকে গাইবান্ধা-৩ আসনে সংসদ পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি, তখন থেকেই নানা চাপ আসছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই—সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”