বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শিক বাংলাদেশ গঠনে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে শহীদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের উদ্যােগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে বায়েজিদ অক্সিজেন মোড় থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ শরিফ উসমান হাদির খুনিচক্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন, যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের অংশ। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে এবং গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতেই এই গণসংযোগ সপ্তাহের আয়োজন করা হয়েছে।

তিনি চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের জনগণকে গণসংযোগ সপ্তাহের কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

বায়েজিদ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা নায়েবে আমীর ফজলুল কাদের, বায়েজিদ থানা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল রহমান থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল মনসুর, বায়েজিদ থানা কর্মপরিষদ সদস্য নুরুল আলম, মাওলানা আবুল মনসুর প্রমুখ।

বায়েজিদ থানা জামায়াতে রুকন ডা. আব্দুল কাদেরকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়েজিদ থানার রুকন ডাক্তার আব্দুল কাদের দীর্ঘ ১ মাস ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় তাঁর খোঁজখবর নিতে আতুরা ডিপুস্থ বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, বায়েজিদ থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসেন জামায়াত নেতা নুরুল আলম প্রমুখ।

নেতৃবৃন্দ তাঁর সাথে কিছুক্ষণ সময় কাটান। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন।