বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কার্যালয়ে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান)। নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাভভোকেট মোঃ শাহাজান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ মিয়া রিপন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, সম্পাদক লাইব্রেরী আব্দুল কাদের খান, শহর সেক্রেটারী মো. বেলায়েত হোসেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সবুজ খানসহ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার জন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে সহযোগিতা দিবেন বলে ইচ্ছে প্রকাশ করেন।