রংপুর অফিস ও বদরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন- জুলাই সনদকে আইনের ভিত্তি দিয়ে পি আর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া মানুষ তার ভোটের অধিকার ব্যবহার তরতে পারবে না। তিনি গতকাল শুক্রবার বিকেল রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর হাট দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী কালুপাড়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রোস্তম আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মাসউদ হাসান রানা প্রমুখ। এ সময় এটিএম আজাহারুল ইসলাম বলেন, জনগনের অধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদকে আইনের ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে সবার অংশগ্রহণ মুলক দিতে হবে। হাজারো ছাত্র-জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ ফ্যাসিস্টমুক্ত করছে। তাই দেশের সকল জনগনের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে ভালবাসা এবং সেবা করার সুযোগ দিলে জনগনর আমানত একটি টাকাও তছরুপ হবে না। জাতির কাণ্ডারী হয়ে দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ গঠনে দায়িত্ব পালন করবো। আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচিত হলে একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। আপনারা সৎ ব্যক্তিকে ভোট দিলে রাষ্ট্রের বরাদ্দ এলাকার উন্নয়নে সততা এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ ব্যবহার হবে। কেউ লুটপাট করতে পাবে না। তাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকা তলের প্রার্থীকে সবাই জোটবেঁধে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।