দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-১ (দাউদকান্দি -তিতাস) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জামায়াতের দাউদকান্দি উপজেলার আমীর মোঃ মনিরুজ্জামান বাহলুল ১৫দিন ব্যাপী দাওয়াতি পক্ষের অংশ হিসেবে দাউদকান্দি পৌর সদরের বাজার এলাকায় দলীয় গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেলে গণসংযোগ কালে এমপি প্রার্থী জামায়াতের দাউদকান্দি উপজেলার আমীর মোঃ মনিরুজ্জামান বাহলুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের সমাজ চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা (উ:) জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর, কুমিল্লা উ: জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পৌরসভা আমীর আবুল কাশেম প্রধানীয়া, পৌর সেক্রেটারি মাওলানা শাহজাহান তালুকদার, ৬নং ওয়ার্ড আমীর রেজাউল হক, ৯ নং ওয়ার্ড সভাপতি বিল্লাল মিয়াজী, (৫নং) ওয়ার্ডের সেক্রেটারি তৌফিক রুবেল।

আরো উপস্থিত ছিলেন, জসিম মাহমুদ,জুয়েল মিয়া,শুক্কুর আলী,মেহেদী হাসান,আলী আজম,কাজী জাফর প্রমুখ।