বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর) গণমানুষের নেতা মোবারক হোসাইন ঢাকা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অবস্থিত বাইতুর রহমান জামে মসজিদে গত শুক্রবার জুম্মার সময় আলোচনায় তিনি ইসলামের মৌলিক অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে, যেখানে সমাজ থেকে সংসদ পর্যন্ত ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনার মডেল অনুসরণ করা হবে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, যদি রাষ্ট্র ইসলামের আলোকে পরিচালিত হয়, তাহলে আমাদের সমাজে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ কিংবা ভূমি দখলদারিত্ব থাকবে না, কারণ আল কুরআন আমাদের এমন এক রাষ্ট্রের গ্যারান্টি দিয়েছে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং তারা ন্যায়বিচারের অধিকারী হবে।

তিনি আরও বলেন, ইসলাম সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছে। একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে, সমাজে অন্যায়, অত্যাচার ও দুর্নীতি অদৃশ্য হয়ে যাবে। বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের মত সমাজ বিরোধী কার্যক্রম কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

মোবারক হোসাইন জাতির সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের এই সমাজে অনেক সমস্যা ও সংকটের মুখোমুখি আমরা। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, মুদ্রাপাচার এবং ভূমি দখলের মত সমস্যা আমাদের সমাজে অবাঞ্ছিত রূপে অবস্থান করছে। তাই, আমাদের কর্তব্য হবে ইসলামের আদর্শে একটি ইনসাফপূর্ণ সমাজ তৈরি করা। একটি সমাজ যেখানে প্রতিটি মানুষের অধিকার সম্মানিত হবে, যেখানে দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান থাকবে না।

তিনি বলেন, বিশ্বস্ত নেতৃত্ব ও ইসলামী নীতির অনুসরণ ছাড়া সমাজে শান্তি ও সমৃদ্ধি আসবে না। এর জন্য আমাদের একত্রিত হয়ে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সে পথেই হাঁটছে এবং ইসলামের মৌলিক অধিকার, সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠায় অবিচল।

মোবারক হোসাইন মুসল্লীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা সবাই সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন লাভ করুন, যেন সবাই ইসলামের আদর্শে জীবন পরিচালনা করে নিজেকে ও সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।