বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ক্ষমতার ফায়সালা একমাত্র আল্লাহর হাতে। যিনি ফায়সালাকারী তার কাছেই ধরনা দিতে হবে, তার কাছেই চাইতে হবে; তার রহমতেই মুমিনদের সফলতা ও বিজয় আসে। কখনও নিজেদেরকে বাহাদুর মনে করবে না। যারাই নিজেদেরকে বেশি কিছু মনে করেছে, আল্লাহ তাদেরই পতন ঘটিয়েছেন।

রোববার (১৮ মে) নীলফামারী জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা দায়িত্বশীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের ব্যাপকভাবে গরীব, অসুস্থ ও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। গণমুখী কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি বলেন, নীলফামারী জেলা আমাদের ঊর্বর জায়গা। সব চ্যালেঞ্জ সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। জামায়াতের ব্যাপারে অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। ইসলাম মানে হচ্ছে বাঁধার মধ্য দিয়ে অগ্রসর হওয়া, ভয় করলে চলবে না। আল্লাহর হাবিব রাসূল (স.) বাঁধার মধ্যেই কাজ করেছেন। আমাদের ব্যাপারে কেউ অন্যায় করলে এবং তার প্রতিবাদ করার দরকার হলে করবো কিন্তু সীমা লংঘন করবোনা। সবর ও দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মন আকৃষ্ট করতে হবে। জামায়াতের কোনো কর্মী শুধু ভোটার হলে চলবেনা, আমাদের প্রত্যেককে ভোটার কর্মী হতে হবে। পুরুষ, মহিলা, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সকল জনশক্তিকে নির্বাচনী কাজে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে হবে।

নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, সাংগঠনিক ও নির্বাচনী কাজ সমান গুরুত্ব দিয়ে পালন করতে হবে। সংগঠন যেখানে দুর্বল সেখানে সাংগঠনিক কাজ বাড়াতে হবে।

সভায় জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলা আমীর-সেক্রেটারিবৃন্দ এবং জেলার চারটি আসনের সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন পরিচালক, ইসলামী ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।