বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কোতয়ালী থানা শাখার যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ গত মঙ্গলবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অনুষ্ঠানে বিশেষ অতথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এবং মহানগর কোতয়ালী থানা শাখার আমীর মাওলানা গোলাম কিবরিয়া। কোতয়ালী থানা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ ইমন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুব জামায়াতের সভাপতি ফরহাদ হোসেন মন্ডল এবং কোতয়ালী থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, ঐতিহিাসিক বদর প্রান্তরে ৩১৩ জন মোজাহিদের ছোট দল সেদিন শহীদের তামান্না নিয়ে বাতিলের বিশাল বাহিনীর বিরুদ্ধে জীবন দিয়ে বিজয়ী হয়েছিল। তেমনি ২০২৪ সালে এ যুগের আবু জেহেল ফ্যসিস্ট হাসিনার বিরুদ্ধে ছাত্র যুবকের দল ঈমানী চেতনা নিয়ে লড়াই করে আল্লাহর রহমতের ছায়ায় বিজয় ছিনিয়ে এনেছে। এ বিজয় নস্যাৎ করার জন্য তারা এখনও তৎপর। এই ষষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীেেক ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে।